Cvoice24.com

দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
রাউজান প্রেসক্লাবের দায়িত্বে বেলাল-নেজাম

রাউজান প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৯:১৪, ৫ নভেম্বর ২০২৪
রাউজান প্রেসক্লাবের দায়িত্বে বেলাল-নেজাম

চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে এম বেলাল উদ্দীন (দৈনিক ইনকিলাব) সভাপতি  এবং নেজাম উদ্দিন রানা (গ্লোবাল টেলিভিশন ও সময়ের কাগজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী (ভোরের কাগজ)। সহ সভাপতি পদে সহ-সভাপতি পদে শাহেদুর রহমান মোরশেদ (নয়া দেশ), মো. হাবিবুর রহমান (আমাদের সময়, সিভয়েস২৪), যীশু সেন (ইনফো বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোকমান আনছারী (আমার সংবাদ), সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (আজকের দর্পণ, বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক মো. আবিদ মাহমুদ (সকালের সময়), দপ্তর সম্পাদক রতন বড়ুয়া (শাহ আমানত) প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত (আজকের চট্টগ্রাম)।

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন কমিটির প্রদীপ শীল, শফিউল আলম ও কামরুল ইসলাম বাবু।

ভোটগ্রহণ চলাকালে প্রেস ক্লাবে বসে কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ, ফটিকছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক আছলাম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, সুমন পল্লব ও সংগঠক মঞ্জুরুল আলম।

এ সময় রাউজান প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ আসলাম, জাহাঙ্গীর নেওয়াজ, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, জিয়াউর রহমান, কামাল উদ্দিন হাবিবী, আরফাত হোসাইন, আমির হামজা, আনিসুর রহমান।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: