Cvoice24.com

আনোয়ারায় গরু চুরি ঠেকাতে প্রশাসনকে স্মারকলিপি 

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ২০:৩৭, ৫ নভেম্বর ২০২৪
আনোয়ারায় গরু চুরি ঠেকাতে প্রশাসনকে স্মারকলিপি 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরি হচ্ছে একের পর এক গরু। অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতির ঘটনাও ঘটছে। এতে নিঃস্ব হচ্ছেন প্রান্তিক খামারিরা। অসহায় ছোট থেকে বড় সবাই। তবে এবার চুরি ঠেকাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে স্মারকলিপি দিয়েছে উপজেলার ডেইরি ফার্মাস এসোসিয়েশন।

মঙ্গলবার (৫ নভেম্বর)  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা প্রাণি সম্পদ অফিসার বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক তানভীর হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এহসানুল হক, সাংবাদিক এনামুল হক নাবিদ ও মোহাম্মদ রিয়াদ হোসেন। 

আনোয়ারা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নুরুল হুদা বলেন, ‘গরু চুরি ও লুট যেন আনোয়ারায় আতংক হয়ে দাঁড়িয়েছে। আমরা এর স্থায়ী সমাধান চাই। চুরি রোধে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছি।’ 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন,‌ ‘গরু চুরির ঘটনায় একটি মামলাও হয়েছে এর মধ্যে। আজ খামারিদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। এই নিয়ে খামারিদের নিয়ে বৈঠক আয়োজন করছি। আমরা কঠোরভাবে দমন করব এবং এটা বন্ধ করব।’ 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া জানান, খামারি আর কৃষকরা অনেক পরিশ্রম করে গরু লালন পালন করেন । গরু চুরি ও লুট আতংকে সবাই রাত পার করছে। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করবো।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন জানান, আনোয়ারা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের পক্ষে থেকে একটি স্বারকলিপি পেয়েছি। আলোচনার মাধ্যমে আমরা এর স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করবো। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: