মহামায়া লেকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেকে বেড়াতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় রিয়াজ উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ উদ্দিন উপজেলার কাটাছড়া ইউনিয়নের রহমতাবাদ গ্রামের মো. ইউছুফের ছেলে।
পুলিশ জানায়, তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছে রিয়াজ।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের। তিনি জানান, মহামায়া লেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রাতে অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিন নামে একযুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রেমিককে নিয়ে মিরসরাইয়ের মহামায়া লেকে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। লেকের গহীনে প্রেমিককে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করেন তিন যুবক। বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে মিরসরাই থানায় নিয়ে আসেন এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।