Cvoice24.com

রওশনহাট এলাকায় ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ২০:৩৮, ৯ নভেম্বর ২০২৪
রওশনহাট এলাকায় ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে রওশনহাট এলাকায় ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে।

এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। তিনি বলেন, ‘আইন না মানায় ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।’ 

বাজার নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

থানা পুলিশের একটি দল এবং ভূমি অফিসের কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: