Cvoice24.com

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ২০:০২, ২৯ নভেম্বর ২০২৪
আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ‘আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা অডিটোরিয়ামে এ বর্ষপূর্তি ও মিলনমেলার আয়োজন করা হয়।

এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও এনএসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আবচার চৌধুরী। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইডিইবি কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন। 

সংগঠনের সিনিয়র সদস্য মো. ছলিম আল আনোয়ার ও রিয়াজুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়া ইঞ্জিনিয়ারস’র ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ কাইয়ুম, আইডিইবি কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক মো. আবদুল্লাহ টিটু, শওকত আলী জুয়েল, মাহমুদুল হাসান রুমী, আনোয়ারুল আজিম শান্ত এবং বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ৷

শেষে  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্মারক প্রকাশনা ‘ ইঞ্জিনিয়ার্স ভয়েস’ এর মোড়ক উন্মোচন করা হয়৷ 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: