ফটিকছড়ি
অন্ধকার দাঁড়িয়ে থাকা ট্রাককে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ী নিহত
ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপজেলার বারৈয়ারহাট এলাকার ব্রাহ্মণ রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম মিয়া সুন্দরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একখুলিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি নাজিরহাট বাজারে বাঁশের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে একটি পাথরবোঝাই ট্রাক অন্ধকারে দাঁড়িয়েছিল। নিহত আব্দুল হালিম মিয়ার দ্রুতগতির মোটরসাইকেলটি এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হালিম মিয়াকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবউদ্দিন বলেন, 'সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গাড়িগুলো জব্দ করা হয়েছে।'