Cvoice24.com

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত তিনি
চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম ঢাকায় গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ৪ ডিসেম্বর ২০২৪
চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম ঢাকায় গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত জসীম উদ্দীনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চন্দনাইশ উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টায় তাকে রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার মুহাম্মদ আজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসীম উদ্দীন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: