ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জোবায়েদ (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) ফটিকছড়ি কাঞ্চননগর সড়কের রাবার বাগান আশ্রয়ণ প্রকল্প এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
নিহত জোবায়েদ কাঞ্চননগর ৩ নম্বর ওয়ার্ডের পল্লান পাড়া এলাকার ব্যবসায়ী খোরশেদুল আলমের পুত্র এবং সে ফটিকছড়ি সরকারি ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুবায়েদ ও দুই বন্ধু মোটরসাইকেল করে ফটিকছড়ি কলেজে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন। রাবার বাগান আশ্রয়ণ প্রকল্প এলাকায় এলে দ্রুত গতিতে চলা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী রাবার গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে জুবায়ের গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েদকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা জুবায়েদের বন্ধু জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।।