চন্দনাইশে পরিত্যক্ত পাম্প হাউসে মিলল যুবকের মরদেহ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের চন্দনাইশ মো. আজগর হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে গাছবাড়িয়া সরকারি কলেজের পরিত্যক্ত একটি পাম্প হাউস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আজগর হোসেন চন্দনাইশ পৌরসভার মির্জ্জির দোকান এলাকার নবী আলমের ছেলে।
পুলিশ বলছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা খুঁজতে গিয়ে পরিত্যক্ত ওই পাম্প হাউস থেকে মরদেহটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে তাঁর মৃত্যু হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য পাঠানো হয়েছে।’