Cvoice24.com

সাতকানিয়ায় মহাসড়কে অচেনা নারীর লাশ 

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ৭ ডিসেম্বর ২০২৪
সাতকানিয়ায় মহাসড়কে অচেনা নারীর লাশ 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের মহাসড়কের মৌলভীর দোকান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব বিন ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিভয়েস২৪’কে বলেন, ‘৯৯৯-এ একজন গাড়িচালক ফোন করলে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে সড়কের ওপর একজন নারীর মরদেহ পড়ে ছিল। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয় নিশ্চিত হতে পারিনি আমরা।’

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: