Cvoice24.com

পূর্ব পাঁচরিয়া অছিয়র রহমান শাহ গরীবির ওরশ সোমবার

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ৭ ডিসেম্বর ২০২৪
পূর্ব পাঁচরিয়া অছিয়র রহমান শাহ গরীবির ওরশ সোমবার

চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব পাঁচরিয়া অছিয়র রহমান শাহ গরীবি আল-মাইজভাণ্ডারীর ১৮ তম বার্ষিক ওরশ শরীফ আগামী ৯ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।

হযরত গরীব আলী শাহ আল-মাইজভাণ্ডারীর ফয়েজপ্রাপ্ত অছিয়র রহমান শাহ গরীবির ওরশ উপলক্ষে চরকানাই ফুলতল অছি ভাণ্ডার দরবার শরীফে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে গাউসিয়া, ফ্রি চক্ষু চিকিৎসা, মিলাদ মাহফিল, জিকির ও তবরুক বিতরণ।

কর্মসূচিতে ভক্তদের অংশগ্রহণের জন্য ওরশ পরিচালনা কমিটির সভাপতি জহির আহমদ মেম্বার, সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সৈয়্যদ, অর্থ সম্পাদক জামাল আহমদে, সহঅর্থ সম্পাদক মুহাম্মদ রফিক, দরবারের খাদেম শাহজাদা মুুহাম্মদ বেলাল হোসেন অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: