বালু উত্তোলনে বাধা দেওয়ায় বৃদ্ধকে লোহার আঘাতে হত্যা
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়িতে বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হামলায় দুলায়েত হোসেন দুলাল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাগানবাজার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার রুপাইছড়ি খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছ।
নিহত বৃদ্ধ একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি দুলালের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করছিল। এতের বালু উত্তোলনে বাধা দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে বালুর মেশিনের লোহার প্যাডেল দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এতে দুলাল গুরুতর আহত হয়। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে সন্ধ্যার দিকে মারা যান তিনি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ মামলা প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, খবর পেয়ে ওসি সাহেবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা নেয়া হবে এবং এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে।