Cvoice24.com

সাতকানিয়ায় মাহফিল শেষে বাড়ি ফেরার পথে গুলি ছুঁড়লো কারা

সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৮:০১, ১১ জানুয়ারি ২০২৫
সাতকানিয়ায় মাহফিল শেষে বাড়ি ফেরার পথে গুলি ছুঁড়লো কারা

চট্টগ্রামের সাতকানিয়ায় মাহফিল শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবককে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে মো. এরশাদ (৪৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। 

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুপীপাড়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ এরশাদ বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার দিন রাতে গুড়গুড়ি এলাকার একটি তাফসীরুল মাহফিল থেকে বন্ধুদের নিয়ে সিএনজিঅটোরিকশা করে বাড়ি ফিরছিলেন তিনি।

গুলিবিদ্ধ এরশাদ বলেন, ‘মাহফিল শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে। এতে আমি পায়ে গুলিবিদ্ধ হই। তবে কে বা কারা এবং কি কারণে গুলি করেছে সেটা জানি না ‘
 
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মুন্নাফ আলী বলেন, ‘এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ জানাননি। তবে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: