Cvoice24.com

ওষখাইনে কানু শাহর ওরশ, তিনদিনের কর্মসূচি শুরু

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:২৮, ১২ জানুয়ারি ২০২৫
ওষখাইনে কানু শাহর ওরশ, তিনদিনের কর্মসূচি শুরু

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক আল্লামা শাহ্ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহ:) এর পৌষ বিষু ও বার্ষিক ওরশ মোবারক আজ (রবিবার) থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। ওরশ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, ওরশকে ঘিরে আলোকসজ্জাসহ গেট ও প্যান্ডেল করা হয়েছে। পুলিশ বাহিনীর পক্ষ থেকে ভক্তদের নিরাপত্তা, যাতায়াতে ভোগান্তি কমাতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ওষখাইন এলাকাসহ আশেপাশে গ্রামগুলোতে উৎসবে আমেজ চলছে। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ঘরেই আত্মীয়-স্বজনদের ভরপুর। ওরশের দিনটি স্থানীয়ভাবে মিলনমেলা হিসেবে পরিচিত। মাজার জিয়ারতে দূর-দূরান্ত থেকেই ইতোমধ্যে লোকজন আসতে শুরু করে করেছে।

দরবারের সাজ্জাদানশীন পীরজাদা মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী বলেন, ‘আলহামদুলিল্লাহ ওরশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রজায়ী দরবারের নিজস্ব সিকিউরিটি দায়িত্ব পালন করবে। এদিকে রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে পক্ষ থেকে ১৩ জানুয়ারি খতমে কুরআন, খতমে বুখারী শরীফ ও বই মোড়ক উন্মোচন। ১৪ জানুয়ারি নাতে মোস্তাফা, পুষ্পমাল্যদান, জিকিরে ছেমা মাহফিল,বাবাজান কেবলার শীর্ষক জীবনী আলোচনা আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে। এতে দেশবরণ্য বহু ওলামায়ে কেরাম এবং লক্ষ্যধিক ভক্ত-আশেকদের সমাগম হবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, চট্টগ্রামের পীর আউলিয়া ও সূফী দরবেশদের অন্যতম শাহ আলী রজা প্রকাশ কানু শাহ (রহ:)। হযরত কানু শাহ্ (রহ:) ১৭৫৯ সালে আনোয়ারা উপজেলার ওষখাইন গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুহাম্মদ সাঁছি মুহাম্মদ এবং মায়ের নাম পরাণ বিবি। তিনি শুধু  পীর-মুরিদির মধ্যে সীমাবদ্ধ ছিলেন না; সাহিত্য জগতে তাঁর অবাধ বিচরণ ছিল। তিনি একাধিক ভাষায় পারদর্শী ছিলেন। ১৮৩৭ সালে ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।