পলিটেকনিক মোড় ঘিরে দীর্ঘ যানজট, দুর্ভোগ
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ পোশাককর্মীদের
সিভয়েস২৪ প্রতিবেদক

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি পলিটেকনিক মোড় এলাকায় সড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৩ জানুয়ারি) সকালে আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাংক এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ করেন। প্রতিবেদনটি ভিডিওতে সরাসরি দেখুন...
বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. কায়সার হামিদ।
জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসের বকেয়া বেতন না পাওয়ায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। বেলা ১২টার দিকে কিছু শ্রমিককে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ। এতে আরো উত্তেজিত হয়ে পড়ে তারা। তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি এডমিন ম্যানেজার মোহাম্মদ জাবেদ ছাড়া ঘটনাস্থলে মালিক পক্ষের কেউ উপস্থিত হননি।
বর্তমানে টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশের যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে আলোচনা করছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর