পটিয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার জসিম গ্রেপ্তার
প্রতিনিধি, সিভয়েস২৪

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার খরনা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জসিম উদ্দিন খরনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং জয়নাল আবেদিনের ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপতৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নূর বলেন, ‘জসিম উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপতৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। খবর পেয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করি।’
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর