Cvoice24.com

চকবাজার আওয়ামী লীগ নেতা মিন্টু গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
২৩:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫
চকবাজার আওয়ামী লীগ নেতা মিন্টু গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার আওয়ামী লীগ নেতা আলী আকবর মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রাত সোয়া ১০টার দিকে সিভয়েস২৪’কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

তিনি বলেন, 'সন্ধ্যায় কোতোয়ালী থানা এলাকা থেকে আলী আকবর মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছাড়াও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।’