Cvoice24.com

সন্ত্রাসীদের অত্যাচারে বাধ্য হয়ে ভাড়া বাসায় বসবাস
দুই সন্তান নিয়ে নিজঘরে ফেরার আকুতি স্বামীহারা গৃহবধূর

সিভয়েস২৪ প্রতিবেদক
২০:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫
দুই সন্তান নিয়ে নিজঘরে ফেরার আকুতি স্বামীহারা গৃহবধূর

স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়ির সম্পদ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছেন চট্টগ্রামের হাটহাজারী এলাকার এক গৃহবধূ। তার দাবি, স্বামীর মৃত্যুর পর ভাসুর, দেবর এবং স্থানীয় সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় উঠেছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের আলী রেজা চৌধুরী বাড়ির মরহুম শাহাদাত হোসেন চৌধুরীর স্ত্রী পিংকি আক্তার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বছরের ১১ ডিসেম্বর তার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এরপর এতিম দুই শিশু নিয়েই তিনি ভাড়া বাসায় কষ্টে দিনযাপন করছেন। স্বামীর মৃত্যুর পর তাকে শ্বশুরবাড়ির সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। এলাকার প্রতিবেশী এবং অনেক শুভাকাঙ্খীরা ঘর তৈরির অর্থ যোগাড় করে দিলেও জায়গা সংকটে নির্মাণ করতে পারছেন না।’

তিনি বলেন, ‘আমার শ্বশুর আজিজুল হক চৌধুরীর দুই স্ত্রী। প্রথম স্ত্রীর পরিবার দুইতলা বিশিষ্ট প্রাসাদ, বাড়ি ভিটা এবং যাবতীয় সব সম্পদ জবরদখল করে আছে। আমার স্বামী জীবিত থাকা অবস্থায় প্রায় ১২ বছর আগে ২০১২ সাল থেকে নিজেদের প্রাপ্য ভূমি বুঝে নিতে চাইলেও আমার ভাসুর, দেবর সম্পদ বুঝিয়ে দেননি। উল্টো নানা বাহানা করে আমাদের হেনস্তা করতে থাকে।’

নানাভাবে হুমকি পাওয়ার অভিযোগ এনে পিংকি আক্তার বলেন, ‘সামাজিক বৈঠকে ইউনিয়ন চেয়ারম্যানের রায় এবং এলাকাবাসীর সমঝোতা না মেনে, সন্ত্রাসী হুমকির মাধ্যমে চাপ প্রয়োগ করে আমাদের ভূমিহীন করে রেখেছে। বিগত বছরগুলোতেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আমাদের ভূমিহীন করে রেখেছিল। এখনো একইভাবে আমাদের ভূমিহীন করে রাখতে নানাভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। ফলে এতিম দুই শিশু নিয়ে আমাকে চরম সংকটের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে।’

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতা কামনা করে বলেন, ‘স্যারের প্রতি এবং প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাই, আমার এতিম শিশু বাচ্চার জন্য ঘর নির্মাণে আইনি সহযোগিতা দিয়ে এতিমদের পাশে থাকবেন।’

পিংকি আক্তারের স্বামীর বোন সেলিনা মমতাজ বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর আগেও ভাড়া বাসায় থাকতো। তার জায়গা সম্পত্তি কখনোই বুঝিয়ে দেওয়া হয়নি। মৃত্যুর পরে আমার ভাইয়ের বউ অনেক কান্নাকাটি করার পর স্থানীয়রা আর্থিক সহযোগিতা করেছে ঘর নির্মাণের জন্য। কিন্তু তাকেও জায়গা বুঝিয়ে দিচ্ছে না আমার সৎ ভাইরা। তারা এলাকার সন্ত্রাসীর গ্যাং দ্বারা বিভিন্ন হুমকি দিয়ে আসছে। আমি চাই আমার ভাইয়ের বউকে তার প্রাপ্য জায়গা বুঝিয়ে দেওয়া হোক।’