Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

নির্বাচনী সহিংসতায় মৃত্যু : নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০২১
নির্বাচনী সহিংসতায় মৃত্যু : নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

পটিয়ায় ভোটের সংঘাতে নিহতের ঘটনায় নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

পটিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আবদুল মাবুদ নামে একজনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল রাজীবকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন দুপুরেই তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।

এর আগে গতকাল নির্বাচনের দিন সকালে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান এবং নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামালের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে এক কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ভাই আবদুল মাবুদ নিহত হন।

এ ঘটনায় রবিবার রাতে আবদুল মান্নান বাদি হয়ে সরওয়ার কামালসহ সাত জনের নাম উল্লেখ করে পটিয়া থানায় মামলা দায়ের করেন। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘সাত জনের নাম উল্লেখ করে নিহত ব্যক্তির ভাই আবদুল মান্নান যে মামলা করেছেন সে মামলায় সরওয়ার কামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার অপরাপর আসামির গ্রেপ্তার করতে পারিনি। তাদের গ্রেপ্তার করতে সম্ভাব্য সব জায়গায় অভিযান চলছে।’

-সিভয়েস/এসএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়