Cvoice24.com

মাতৃভাষা দিবসে বাসে হিন্দি গান, চালককে জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ২১ ফেব্রুয়ারি ২০২১
মাতৃভাষা দিবসে বাসে হিন্দি গান, চালককে জরিমানা

ছবি : প্রতীকী

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পিকনিকের বাসে উচ্চঃস্বরে হিন্দি গান বাজানোর অভিযোগে বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।

রবিবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ক্রসিং এলাকায় ওই গাড়ি চালককে জরিমানা করেন তিনি। পিকনিকের ওই গাড়ির কাগজপত্রও ঠিক ছিল না বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন, ‘পিকনিকের বাসটিতে হিন্দি গান বাজছে দেখে শাহ আমানত ব্রিজের দক্ষিণ পাশে তা বন্ধ করার জন্য ইশারা করি। বিষয়টি আমলে না নিলে গাড়িটিকে থামার সংকেত দিই। এসময় দ্রুত বেগে গাড়িটি পালিয়ে যেতে চাইলে ধাওয়া করি। কিছুদূর যাওয়ার পর গাড়িটি আটক করে চালকের সঙ্গে কথা বলি।’

তিনি বলেন, ‘মহান একুশের দিনে কেন হিন্দি গান বাজানো হচ্ছে চালককে তার কারণ জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। এরপর গাড়ির কাগজপত্র দেখে জানা গেল সেসবেরও ঠিক নেই। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চালক ও যাত্রীদের সতর্ক করে দেওয়া হয়। গাড়িটি পারকি সৈকতে যাচ্ছিল বলে জানান চালক।’

সর্বশেষ

পাঠকপ্রিয়