Cvoice24.com

৭০০ টন পাথর নিয়ে খালে ডুবলো নৌযান, নিখোঁজ ২

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ২ মার্চ ২০২১
৭০০ টন পাথর নিয়ে খালে ডুবলো নৌযান, নিখোঁজ ২

প্রতীকী ছবি

পটিয়ার মুরারী খালের পুরানো পিলারে ধাক্কা লেগে ৭০০ টন পাথরসহ ডুবেছে একটি বাল্কহেড (নৌযান)।‌ এতে রহমত আলী ও আবুল কালাম মুন্সী নামের দুইজন শ্রমিকের এখনো খোঁজ পাওয়া যায়নি। বাল্কহেডটি আরেকটি নির্মাণাধীন সেতুর জন্য নগরের মাঝিরঘাট থেকে পাথর নিয়ে যাচ্ছিল। মঙ্গলবার (২ মার্চ) সকালে পটিয়ার মুরারী খালে কালারপোল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, নগরের মাঝিরঘাট এলাকা থেকে পাথর বোঝাই করে একটি নির্মাণাধীন সেতু এলাকায় যাচ্ছিলো। এরমধ্যে পাথরবোঝাই বাল্কহেডটি যাওয়ার পথে পানিতে ডুবে থাকা একটি পুরনো পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এসময় তলা ফেটে কয়েক মিনিটের মধ্যে ডুবে যায়। এ সময় একজন শ্রমিক লাফ দিয়েছিলেন, আরেকজন ঘুমিয়ে ছিলেন। তারা দুইজন নিখোঁজ রয়েছেন। এছাড়াও বাল্কহেডটিতে মোট ২৪ জন শ্রমিক ও ৫ জন কর্মকর্তা ছিলেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, পানির তীব্র স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধারে তল্লাশিকাজে বিঘ্ন ঘটছে। উদ্ধার হওয়া নুরুল ইসলাম ও বাল্কহেড চালককে আহত অবস্থায় মেডিকেলে পাঠানো হয়েছে। আরও দুইজনকে এখনো খোঁজা হচ্ছে।

সিভয়েস/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়