Cvoice24.com

পটিয়ায় ১০ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ৫ মার্চ ২০২১
পটিয়ায় ১০ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

পটিয়ায় জব্দ হওয়া সেগুন কাঠ

পটিয়ায় সড়কে চলাচলের অনুমোদন না থাকায় ১০ লাখ টাকা মূল্যের ৬শ পিস সেগুন কাঠ জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার হাইদগাঁও গ্রামের একটি পাহাড়ের নিচ থেকে এসব কাঠ জব্দ করা হয়।

তবে জব্দ করা এসব কাঠ সরকারি ভূমির নয় বলে জানিয়েছেন পটিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান। তিনি সিভয়েসকে বলেন, জব্দকৃত কাঠগুলো মূলত ব্যক্তি মালিকানার ভূমির কাঠ, কোন সরকারি ভূমির নয়। জব্দকৃত সেগুন কাঠগুলোতে রোড পাসের অনুমতি ও কোন মার্ক পাওয়া না যাওয়ায় চলাচল পাস বিধি ২০১১ সালের আইন অনুযায়ী আটক করা হয়। প্রায় তিনটি ডাম্পার গাড়ি বোঝাই করে কাঠগুলো আমাদের হেফাজতে নিয়ে আসা হয়েছে। তবে এখানে কোন ব্যক্তিকে আটক করা হয় নি।

আগামী রবিবার অজ্ঞাতনামা আসামি করে ২০১১ সালের আইন অনুযায়ী ২৯ ধারায় একটি মামলা করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়