Cvoice24.com

পটিয়ার সড়কে সিএনজি-পিকআপ সংঘর্ষে একজনের মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ২২ জানুয়ারি ২০২২
পটিয়ার সড়কে সিএনজি-পিকআপ সংঘর্ষে একজনের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু।-প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে রাজু চৌধুরী (৪০) নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীমাই ব্রিজের উত্তরে বন বিভাগের নার্সারীর সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাজু চৌধুরী হাটহাজারী থানার হাইদগাঁও গ্রামের বাসিন্দা। অপরদিকে আহতরা হলেন— আবু আহম্মদ (৬০), সালমা (১৮) ও সানজানা (১৮)।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সিভয়েসকে বলেন, ‘পটিয়ার শ্রীমাই ব্রীজের পাশে যাত্রীবাহী সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং একজন মারা যায়। লাশ পটিয়া মেডিকেলে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশপাশি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

-সিভয়েস/টিএম

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়