Cvoice24.com

পটিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 

পটিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ১৭ আগস্ট ২০২৩
পটিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 

চট্টগ্রামের পটিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়ার সময় উদ্ধার করা হয়েছে আরও এক শিশুকে। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌকি এলাকার ঈদগাহ মাঠের পাশে পদ্ম পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রুমা আকতার (৮) ও সবর্না আকতার সোমা (৭)। তারা কুমিল্লা জেলার কচুয়া থানার দৌলতপুর এলাকার সেলিম উদ্দিনের মেয়ে। নিহত দুই বোন তাদের বাবা মায়ের সাথে পটিয়ায় ভাড়া বাসায় থাকতেন। 

একই সময়ে ওই পুকুরে শান্তা আক্তার (৪) নামের আরও এক শিশু গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পায়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শিশুটিও তার বাবা মায়ের সাথে তালতলা চৌকি এলাকায় ভাড়া বাসায় থাকে। তাদের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সিচে বাজার এলাকায়।

নিহতদের বড় বোন সুমি আকতার বলেন, প্রতিদিনের মতো আমার ছোট দুই বোন তালতলা চৌকি পদ্ম পুকুরে গোসল করতে যায়। তারা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। গোসল করতে যাওয়ার পর ঘণ্টা খানেক ধরে বাসায় ফিরে না আসায় আমরা পুকুরে খুঁজতে থাকি। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমরা ছয় বোনের মধ্যে তারা দুইজন সবার ছোট। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া আয়েশা ফারজানা বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পানিতে ডুবে যাওয়া দুইজন শিশুকে উদ্ধার করে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তারা মারা যান।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: