সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস: পটিয়া সরকারি কলেজ প্রভাষকের শাস্তিমূলক বদলি
পটিয়া প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ইন্নালিল্লাহ’ লিখে বদলি হয়েছেন পটিয়া সরকারি কলেজের এক প্রভাষক।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) মো. আরফাতুল ইসলাম নামে বাংলা বিভাগের ওই প্রভাষককে শাস্তিমূলক হাটহাজারীতে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক।
তিনি বলেন, ‘সরকারি চাকরিজীবী হয়ে রাষ্ট্র ও সরকার বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলা বিভাগের প্রভাষক মো. আরফাতুল ইসলামকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে আজকে। মূলত ১৫ আগষ্ট থেকে গোয়েন্দা সংস্থার রির্পোট ও আমাদের পর্যবেক্ষণে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টটি দৃষ্টি গোচর হয়। তাকে শাস্তিমূলক বদলির আদেশ হয়েছে।
তবে নিজেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের জামাতা পরিচয় দিয়ে প্রভাষক আরাফাতুল ইসলাম বলেন, আমার আইডিটি অনেক আগেই হ্যাক হয়েছে। এ ব্যাপারে আমি গত ৪ আগস্ট চট্টগ্রামের চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। মূলত আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি রাষ্ট্র বিরোধী কোন কার্য কলাপের সাথে সম্পৃক্ত থাকতে পারি না। আমি ছোট বেলা থেকেই সুন্নীয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি। কারণ সুন্নী মাদ্রাসাগুলো এন্টি জামায়াত। আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার শ্বশুর দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান। হ্যাকাররা আমার আইডি হ্যাক করে এ রকম অপপ্রচার চালাচ্ছে।
এদিকে তার অপসারণ চেয়ে কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে কলেজ ছাত্রলীগ। বৃহস্পতিবার দেওয়া ওই স্মারকলিপিতে তাকে প্রত্যাহার করা না হলে কলেজ ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনার জন্য সংগঠন কোন দায়ভার নিবেনা বলেও হুঁশিয়ার করা হয়।