Cvoice24.com

পটিয়ায় আওয়ামী লীগ বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ

পটিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ১৯ আগস্ট ২০২৩
পটিয়ায় আওয়ামী লীগ বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় বিএনপি সারাদেশে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি উক্ত পদযাত্রা কর্মসূচি পটিয়ায় পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। একই দিন পটিয়া উপজেলা আওয়ামী লীগও পটিয়ায় শান্তি সমাবেশের ঘোষণা দেয়। একই সময়ে কাছাকাছি দূরত্বে বড় দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ কে কেন্দ্র করে সারাদিন পটিয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শেষ পর্যন্ত দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।

পদযাত্রা কর্মসূচির পূর্ব সমাবেশে কেন্দ্রীয় বিএনপি'র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, অবৈধ সরকার কথায় কথায় বলে দেশে নাকি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন হবে। দেশের জনগণ সেটা বিশ্বাস করে না। আগামীতে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। সরকার তাঁকে বিনা বিচারে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই অবৈধ সরকার কে জনগন আর ক্ষমতায় দেখতে চায়না। দেশের জনগণের জানমালের নিরাপত্তা নাই, মানুষ শান্তিতে নাই।

পটিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের খরনা বাইপাস রোডে গিয়ে শেষ হয়। 

শনিবার (১৯ আগষ্ট) দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌরসদরে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর আগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

পদযাত্রা কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন, নুরুল আনোয়ার, এড.এস এম ফোরকান, আবদুল গাফফার চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, এম মঞ্জুর উদ্দীন চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, মুজিবুর রহমান, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিপার, এড. ফৌজুল আমিন চৌধুরী, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, ভিপি মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির আনসার, আমিনুর রহমান চৌধুরী, হাজী মো: রফিক, নবাব মিয়া, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, অধ্যাপক এহছানুল মৌলা, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, জসীম উদ্দীন, এস এম সলিম উদ্দীন চৌধুরী খোকন, বিএনপি নেতা ইব্রাহীম খলিল, রেজাউল করিম নেছার, মিশকাতুল  ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মন্জুর আলম চৌধুরী, সদস্য সচিব জমির উদ্দীন মানিক, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মহসিন খাঁন তরুন, চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহমুদুর রহমান মাদু, বাঁশখালী উপজেলার আহ্বায়ক মাষ্টার লোকমান, সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, বাঁশখালী পৌরসভার  সদস্য সচিব মোহাম্মদ আইয়ুব, পটিয়া পৌরসভার সদস্য সচিব গাজী আবু তাহের,  চন্দনাইশ উপজেলার সদস্য সচিব   আ,ক,ম মোজাম্মেল, কর্ণফুলী উপজেলা সদস্য সচিব হাজী মোহাম্মদ ওসমান, ডাঃ ফয়সাল, আবুল কালাম আবু, মোহাম্মদ হাসান চেয়ারম্যান, ইলিয়াস কাঞ্চন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর জাকের, জেলা ওলামা দলের আহ্বায়ক মাও, ফোরকান, সদস্য সচিব মাও. মুহাম্মাদ জাবের হোসাইন চৌধুরী, জেলা জাসাসের সদস্য সচিব নাসির উদ্দীন, জেলা মহিলা দলের নেত্রী  ফাতেমা আক্তার মুন্নি, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরু উদ্দীন সবুজ প্রমূখ।

অপরদিকে, একই সময়ে থানার মোড় চত্বরে পটিয়া উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান। 

বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, চেয়ারম্যান মো. সেলিম, শাহাদাত হোসেন ফরিদ, আবদুল খালেক চেয়ারম্যান, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান,কাউন্সিলর গোফরান রানা, সরোয়ার কামাল রাজিব, গিয়াস উদ্দিন আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক  হাসান উল্লাহ চৌধুরী, পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান প্রমুখ। 

সমাবেশে প্রধান অতিথি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। দেশের মানুষ শান্তিতে আছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। তাদের সে আশা পূরণ হবে না। আগামীতে দেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: