Cvoice24.com

পটিয়ায় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা

পটিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ২৬ আগস্ট ২০২৩
পটিয়ায় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা

পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে শান্তিরহাট মা-সুনাম কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাষ্টার জাহাঙ্গীর, মাষ্টার আবুল কালাম আজাদ, আবু ছৈয়দ লালু, নবী হোসেন, মুজিবুর রহমান, জাকারিয়া আজাদ, উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক যুবনেতা রিটন বড়ুয়া, জেলা যুবলীগ নেতা অধ্যাপক আজিজুল হক মানিক, সিদ্ধার্থ বড়ুয়া, আমিনুল ইসলাম আমিন, উজ্জ্বল ঘোষ, সাহাবুদ্দীন সাদি, জয়নাল আবেদিন ফরহাদ, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন, আবদুল করিম ইমন, আবদুল হান্নান, কামাল উদ্দিন, মোহাম্মদ হোসেন, আবদুর রহিম, টিপু বিশ্বাস, আবদুর শুক্কুর, সাইফুল ইসলাম রাসেল, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, উৎপল শীল, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমুখ।

শোক সভায় প্রধান অতিথি মুহাম্মদ বদিউল আলম বলেন, শোককে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শক্তিতে রূপান্তর করতে হবে। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে সাজা কার্যকর করতে হবে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়