Cvoice24.com

পটিয়ায় নিখোঁজ যুবকের মরদেহ মিলল দীঘিতে

পটিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ১৬ সেপ্টেম্বর ২০২৩
পটিয়ায় নিখোঁজ যুবকের মরদেহ মিলল দীঘিতে

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের তিনদিন পর রিপন মল্লিক নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়লিয়া ইউনিয়নের দিঘী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

রিপন মল্লিক ওই এলাকার মহাজন পাড়ার মৃত মৃনাল মল্লিকের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন দিন আগে রিপন মল্লিক নিখোঁজ হয়। তার পরিবারের সদস্যরা আত্বীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে। শনিবার সকালে স্থানীয় লোকজন দিঘিতে রিপন মল্লিকের লাশ ভাসতে দেখে। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শনিবার বিকেলে নিহত রিপন মল্লিকের লাশ তার নিজ বাড়ি বড়লিয়া ইউনিয়নের মহাজন পাড়ায় শেষকৃত্য হয়েছে ।

পটিয়া থানার (ওসি) প্রিটন সরকার বলেন, রিপন মল্লিক ব্রেন স্ট্রোকে মারা গেছে বলে পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর আগেও সে দুবার স্ট্রোক করেছিল। তাছাড়া তার মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকার করতে পরিবারের হস্তান্তর করা হয়েছে। পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: