পটিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা
আওয়ামী লীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ আগামী প্রজন্মের জন্য মাইলফলক
সিভয়েস২৪ ডেস্ক
মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রামে পটিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুন) বিকেলে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা ও আনন্দ র্যালির শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।
আনন্দ র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। র্যালি শেষে থানার মোড় এলাকায় এক আলোচনা সভা পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল ও জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, শাহাদাত হোসেন ফরিদ চেয়ারম্যান, আবদুল খালেক চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক ঋষি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, ইঞ্জি. সৈয়দ মোরশেদ উল্লাহ, এম এ রহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, কাউন্সিলর রুপক কুমার সেন, গোফরান রানা, সরওয়ার কামাল রাজিব, আমিনুল ইসলাম খান টিপু চেয়ারম্যান, আবু সুফিয়ান, এড. এম হোসাইন রানা, ডি এম জমির উদ্দিন, যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, রিটন নাথ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইউসুফ নবী টিপু, শফিকুল ইসলাম, এনাম মজুমদার প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে যখন সরকার কাজ করছে ঠিক এই সময় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের। আওয়ামী লীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে। তবে কোন স্থানে আমরা সাজসজ্জা করব না।
তিনি বলেন, ২৩ জুন এদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী প্রজন্মের জন্য মাইলফলক। সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা গৌরবোজ্জ্বল। দীর্ঘ এই পথ চলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক। পৃথিবীর খুব কম সংগঠন আছে যারা ক্ষমতাসীন হয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে। একইসঙ্গে ক্ষমতাসীন থেকে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার রজতজয়ন্তী ও সুবর্ণজয়ন্তী পালনের বিরল সৌভাগ্যের অধিকারী।
তিনি বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে দলটির; প্রায় দুই যুগ পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সংগঠিত এই দলের নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ। আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করলেও অসাম্প্রদায়িক চেতনায় ১৯৫৫ সালে কাউন্সিলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। নতুন নাম হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। স্বাধীনতার পর ‘বাংলাদেশ আওয়ামী লীগ নাম নেয় দলটি।