Cvoice24.com

ধর্ম উপদেষ্টার সঙ্গে কওমি শিক্ষার্থীদের সাক্ষাৎ

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২১:৫০, ২৩ আগস্ট ২০২৪
ধর্ম উপদেষ্টার সঙ্গে কওমি শিক্ষার্থীদের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে চট্টগ্রামের পটিয়ার বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের হালিশহর এ-ব্লক এলাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত পটিয়া মাদ্রাসার ছাত্ররাও সঙ্গে ছিলেন। 

সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা আহতদের খোঁজখবর নেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়াসহ সবকিছুর খরচ রাষ্ট্র ব্যয়ভার করবে বলে জানান। একই সঙ্গে খুব শীঘ্রই জামিয়ায় সফর করবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন।  

এ সময় উপস্থিত ছিলেন কাসেম আল-নাহিয়ান, নাহিন শিকদার, মোহাম্মদ তামজিদ, আব্দুল্লাহ নুমানি, নুরুল হক মুহসিন প্রমুখ। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: