Cvoice24.com

পটিয়া ক্লাবের সাধারণ সভা ১৪ সেপ্টেম্বর

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬, ২৬ আগস্ট ২০২৪
পটিয়া ক্লাবের সাধারণ সভা ১৪ সেপ্টেম্বর

দক্ষিণ চট্টগ্রামের ‘মিনি পার্লামেন্ট’ খ্যাত দীর্ঘ ৮০ বছরের পুরনো পটিয়া ক্লাবের সাধারণ সভার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাতে ক্লাব সভাপতি (পদাধিকার বলে) পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় ক্লাবের সাধারণ সভা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে ক্লাবের সকল আজীবন ও সাধারণ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সভার আলোচ্যসূচিতে রয়েছে— বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, গঠনতন্ত্র মোতাবেক আহ্বায়ক কমিটি গঠনসহ বিবিধ। 

প্রসঙ্গত, ১৯৪৪ সালে পটিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ভারতের হুগলি জেলার ব্যান্ডেল গির্জা এলাকার বাসিন্দা তৎকালীন সিও (সার্কেল অফিসার) স্যার গ্রেগরি গোমেজ (এসজি গোমেজ) তৎকালীন সাবরেজিস্ট্রার ও কথাশিল্পী মাহাবুব উল আলম পটিয়া ক্লাব প্রতিষ্ঠার পেছনে অগ্রণী ভূমিকা রাখেন। 

ক্লাবটির পূর্বের নাম ছিল ‘বরদা মেমোরিয়াল হল’। বরদা চরণ দাশ ছিলেন দক্ষিণ ভূর্ষি গ্রামের প্রভেন্দু ও অর্ধেন্দু বিকাশ দাশের বাবা। কালের বিবর্তনে আজকের পটিয়া ক্লাব’। ক্লাবের ভূমিদাতা ছিলেন অ্যাডভোকেট আহমদ কবির মোক্তার ও গোলামুর রহমান সওদাগর। 

পটিয়া ক্লাবের সবচেয়ে আকর্ষণ ছিল মঞ্চ নাটক। মাটি ও টিনশেডের তৈরি নাট্যমঞ্চে অভিনয় করতে এসেছিলেন জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন, নায়িকা আনোয়ারা, অঞ্জু ঘোষ, সেলিনা হোসেন, ও ইত্যাদি অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেতসহ আরো অনেক গুণী শিল্পী।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: