Cvoice24.com

রাঙ্গুনিয়ায় সড়কে মিললো যুবকের লাশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ১৬ আগস্ট ২০২১
রাঙ্গুনিয়ায় সড়কে মিললো যুবকের লাশ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল এলাকার সড়ক থেকে এনাম হোসেন ওরফে কালু (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে সরফভাটার ২ নম্বর ওয়ার্ড হাজারীখীলের আহমদ ছফা মেম্বার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত এনাম হোসেনের বাড়ি সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল এলাকায় বলে জানা গেছে।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর সিকদার বলেন, আজ সকালে স্থানীয় লোকজন সড়কে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। লাশের মুখ থেতলানো ও মাথার পেছনে জখমের দাগ রয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী বলেন, এ ঘটনায় অজ্ঞতানামা মামলা হয়েছে। যে ব্যক্তির লাশ পাওয়া গেছে সে ওই এলাকায় এবজন চোর হিসেবে চিহ্নিত। তার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো ছিল না। তার বিরুদ্ধে থানায় একটি চুরি মামলাও রয়েছে বলে জানান ওসি।

-সিভয়েস/কেকে/এএ

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়