Cvoice24.com

রাঙ্গুনিয়ায় হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে ধরা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২২
রাঙ্গুনিয়ায় হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে ধরা

হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে ধরা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাওলানা মাহবুবুর রহমান হত্যা মামলার পলাতক আসামি মো. আজিজুল ইসলাম চৌধুরীকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাণীরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুল রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার মো. গোলাম আকবর চৌধুরীর ছেলে।

র‌্যাব জানায়, ২০১৪ সালে নভেম্বর মাসে পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় ইকরামপুর এলাকার আজিজ বাহিনী মাওলানা মাহবুবুর রহমানকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ওই এলাকার ঠান্ডাছড়ি গ্রামের পোষ্ট অফিসের সামনে হাতুরি দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। পরে তার পরিবার রাঙ্গুনিয়া থানায় আজিজুল ইসলামকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দয়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব আধুনিক প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে তদন্ত শুরু করে। পলাতক আসামি রাঙ্গুনিয়ার রাণীরহাট বাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ‘রাঙ্গুনিয়ার মামবুবুর রহমান হত্যা মামলার পলাতক আসামিকে রাণীরহাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ 

-সিভেয়েস/একে

সর্বশেষ

পাঠকপ্রিয়