Cvoice24.com

রাঙ্গুনিয়ার দেড় ফিট কাদামাটিতে ১০ ঘণ্টা আটকে ছিল হাতিটি, উদ্ধার করলো বনবিভাগের কর্মীরা 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ৩০ এপ্রিল ২০২২
রাঙ্গুনিয়ার দেড় ফিট কাদামাটিতে ১০ ঘণ্টা আটকে ছিল হাতিটি, উদ্ধার করলো বনবিভাগের কর্মীরা 

কাদামাটিতে ১০ ঘণ্টা আটকে ছিল হাতিটি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তৈলাভাঙ্গা বিলের পদ্মাডেবা নামক এলাকায় প্রায় দেড় ফিট নরম কাদামাটিতে আটকা পড়েছিল মাঝবয়সী একটি বন্যহাতি। প্রায় ১০ ঘণ্টা আটকা থাকার পর শনিবার (৩০ এপ্রিল) সকালে বনবিভাগের একটি টিম হাতিটিকে উদ্ধার করেছে । 

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে ওই এলাকা ধরে চলতে গিয়ে হাতিটি কাদামাটিতে আটকা পড়ে এবং তার দেহের প্রায় পুরো অংশই কাদাতে ডুবে যায়। একরকম নিরুপায় হয়েই ১০ ঘণ্টা কাদামাটিতে থেকে আর্তচিৎকার জুড়ে দেয় বন্য এ হাতিটি। শেষমেশ প্রায় ১০ ঘণ্টা আটকা থাকার পর বনবিভাগের একটি টিম হাতিটিকে কাদামাটি থেকে শুকনো জায়গায় তুলে আনে। তারপর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এবং হাতিটি সুস্থ আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম (দক্ষিণ) বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম।

তিনি সিভয়েসকে বলেন, ‘একটা বন্যহাতি ওই এলাকা ধরে চলার পথে কাদামাটিতে আটকে যায়। খবর পেয়ে আমাদের টিম উদ্ধারে ঘটনাস্থলে যায়। আমি নিজেও এখন ঘটনাস্থলে আছি। প্রায় ১০ মিনিট আগে হাতিটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এতোটা সময় কাদায় আটকে ছিল না। সকালে ৮টার দিকে খবর পেয়েই আমাদের বন বিভাগের একটা টিম সেখানে পৌঁছে যায়। আমরাও ১০টার মধ্যে সেখানে উপস্থিত হই। হাতিটিকে উদ্ধার করা হয়েছে ও হাতিটি সুস্থ আছে। সেইসাথে তাকে উদ্ধারের পর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।'
 

সর্বশেষ

পাঠকপ্রিয়