Cvoice24.com

রাঙ্গুনিয়ার কৃষককে পিষে মারল বন্য হাতি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ২ জুলাই ২০২২
রাঙ্গুনিয়ার কৃষককে পিষে মারল বন্য হাতি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল আজিজ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১ জুলাই) দিবাগত রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন আবদুল আজিজ। গত কয়েকদিন ধরে বন্য হাতির দল ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছিল। তাই নিজের ফসলগুলো ঠিক আছে কিনা তা দেখতে জমিতে যান ওই কৃষক। আজ সকালে অন্যান্য কৃষকরা জমিতে গেলে আজিজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন সিভয়েসকে বলেন, রাতে ফসল পাহারা দিতে গিয়ে কোন এক সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ওই কৃষক মারা যান। সকাল সাড়ে ১০টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। লাশের গায়ে হাতির পায়ে পিষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ ছিল না তাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে দিয়েছি।

সর্বশেষ

পাঠকপ্রিয়