Cvoice24.com

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে মাথায় গুলি করে কৃষককে হত্যা, কারণ অজানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ২০ জুলাই ২০২২
রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে মাথায় গুলি করে কৃষককে হত্যা, কারণ অজানা

প্রতীকী ছবি

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় বাড়িতে ঢুকে মো. এনাম(৩০) নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। হামলার মুখে নিজের ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়া এনামকে মাথায় ও বুকে গুলি করে হত্যা নিশ্চিত করেছে সন্ত্রাসীরা। তবে হত্যাকারীদের বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোন তথ্য দিতে পারছে না স্থানীয় প্রশাসন। 

মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষা বাম এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, এনামুল ওই এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে এবং পেশায় একজন কৃষক।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী এনামকে তার বাড়িতে এসে খুঁজতে থাকে। এসময় এনাম নিজের বাড়ি ছেড়ে পাশের বাড়িতে অবস্থান নেন। সেখানে ঢুকেই তাকে হত্যা করে সন্ত্রাসীরা।

এনামের  কপালে ও বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। এর বাইরে তার শরীরে অন্য কোন আঘাতের চিহ্ন পায়নি পুলিশ।

একজন কৃষককে কী কারণে গুলি করে হত্যার ঘটনা ঘটতে পারে এমন প্রশ্নের জবাবে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সেকেন্ড অফিসার এস আই মাহফুজুর রহমান সিভয়েসকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনা এটা।’ 

দুই পক্ষ কারা কারা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়টা আমরা এখনো জানি না। সেখানে কামাল গ্রুপ নামে একটা ডাকাত দলের বিষয়ে জানি। এর বাইরে কোন গ্রুপ আছে এমন কিছু এখনো জানি না।’ 

স্থানীয় সূত্রে জানা গেছে পদুয়ার পাশের ইউনিয়ন সরফভাটা থেকে কামালের নেতৃত্বাধীন একটা সন্ত্রাসী গ্রুপ প্রায়ই পদুয়া মহিষের বাম এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালায়। কিছুদিন আগে ওই গ্রুপের প্রধান ডাকাত কামাল পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে কামাল গ্রুপের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সে ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হন। এর ১৫ দিনের মাথায় খুন হলেন এনামুল। 

এনামুলের হত্যার সাথে ওই ঘটনার কোন যোগসূত্র আছে কিনা সিভয়েসের এমন প্রশ্নের জবাবে এস আই মাহফুজুর রহমান বলেন, ‘এটা এখনো বলতে পারছি না। তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখনো তো এলাকার পরিস্থিতি থমথমে।’

-সিভয়েস/এ আর/পিবি

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়