Cvoice24.com

রাঙ্গুনিয়ায় ছোট ভাইকে বাঁচাতে পুকুরে নেমে বড় ভাইয়ের মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪, ২০ সেপ্টেম্বর ২০২২
রাঙ্গুনিয়ায় ছোট ভাইকে বাঁচাতে পুকুরে নেমে বড় ভাইয়ের মৃত্যু

শাহীন উদ্দিন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল বড় ভাই শাহীন উদ্দিনের (১৭)। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ইছাখালী সদরে এ ঘটনা ঘটে।

নিহত শাহীন উদ্দিন ইছাখালী উত্তর ঘাটচেক ৫ নম্বর ওয়ার্ড লক্ষ্মীরখীল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। সে রাঙ্গুনিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্র।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, দুপুরের দিকে বেশ কয়েকজন কিশোরের সঙ্গে সজীব উদ্দিন নামে এক কিশোরও পুকুরে গোসল করতে নামে। এসময় সজীব পানিতে ডুবে যাওয়ায় তাকে বাঁচাতে এগিয়ে আসে বড় ভাই শাহীন। তার ছোট ভাইকে টেনে তুলতে পারলেও নিজে (শাহীন) উঠে আসতে পারেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কর্মীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পুকুরে ডুবে যাওয়া এক কিশোরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়