Cvoice24.com

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে: এলিট

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৯, ৮ জুন ২০২৩
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে: এলিট

বিভাগীয় শান্তি সমাবেশ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট

শুধু রাজনীতির মাঠে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপশক্তির বিরুদ্ধে  দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। 

বৃহস্পতিবার (৮ জুন) চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ ঘিরে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেছেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত অরাজকতা সৃষ্টি করছে। রাজপথ থেকে তাদের অরাজকতা প্রতিহত করার পাশাপাশি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও সজাগ থাকতে হবে। কেননা, মিথ্যা-গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তারা। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে তাদের গুজবের প্রতিবাদ জানাতে 
হবে। 

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত বিভাগীয় শান্তি মিছিল সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বদিউল খায়ের চৌধুরীর লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক আবদুল করিম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক সাবেক ছাত্র নেতা ইয়াসির আরাফাত, উত্তর জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক বিমল চন্দ নাথ, সাংস্কৃতিক সম্পাদক ওসমান চৌধুরী , সদস্য বাবলু, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. পারভেজ, মাহমুদুল হাসান, ওমর ফারুক চৌধুরী, আবদুল আজিজ, নাছির উদ্দিন, হাসান মুরাদ, কোদালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বার, ইসলামপুর যুবলীগের সভাপতি বাবলা চৌধুরী প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়