Cvoice24.com

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ১৮ জুন ২০২৪
চট্টগ্রাম-রাঙামাটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ি এলাকায় একটি যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে। এতে  শিশুসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টার দিকে ঠান্ডাছড়ি এলাকার হাকিমনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে রাঙামাটির দিকে যাচ্ছিল। পথে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি হাকিমনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইট দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা শিশুসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন। 
স্থানীয়রা তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করেন। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসটিকে টেনে উপরে তোলার প্রক্রিয়া চালাচ্ছেন রাণীরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: