Cvoice24.com

রাঙ্গুনিয়ায় চুরি হওয়া অটোরিকশা আনোয়ারায় উদ্ধার, গ্রেপ্তার ৩

কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৬, ৭ জুলাই ২০২৪
রাঙ্গুনিয়ায় চুরি হওয়া অটোরিকশা আনোয়ারায় উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাড়ি চুরির সঙ্গে জড়িত চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া স্বীকারোক্তি মতে চুরি যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা আনোয়ারা উপজেলা থেকে উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার তিন চোর হলেন— রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের সিদ্দিক আহমদের ছেলে আবুল হাসেম (৩৮), রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ছাদিক্কের বিল খতিব নগর এলাকার ফজল কাদেরের ছেলে জাফর ইকবাল (২৫) এবং একই এলাকার আবদুল মান্নানের ছেলে আরফাত ওরফে রাব্বি (২০)। 

থানা সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দুবাই প্রবাসী মো. আজিমের মালিকানাধীন একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। এই ঘটনায় তার ভাবী আরজু আক্তার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায়  একটি মামলা দায়ের করেন। এরপরে শুক্রবার (৫ জুলাই) সকালে অভিযান চালিয়ে আবুল হাসেম, জাফর ইকবাল এবং রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া স্বীকারোক্তি মতে, একইদিন দুপুর থেকে আনোয়ারা উপজেলার চাতরি সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাত ১টার দিকে টানেল মোড়ের রাজু মার্কেটস্থ কাসেম মিস্ত্রির সিএনজি গ্যারেজের সামনে থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী জানান, ইসলামপুর থেকে এখন পর্যন্ত ৪টি সিএনজি অটোরিকশা চুরি হয়েছে। এর সাথে গ্রেপ্তাররাসহ জড়িত রয়েছে আরও বড় একটি চক্র। গ্রেপ্তার হাসেম ও পলাতক থাকা কাসেম আপন দুই ভাই। তাদের সাথে রয়েছে বাপ্পী নামে রাঙ্গুনিয়ার আরও একজন। তারা বড় একটি চক্র। তাদেরও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবত্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গাড়ি চোরচক্রের অন্যতম সদস্য বলে স্বীকার করেছে। রবিবার (৭ জুলাই) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। চুরির সঙ্গে জড়িত পুরো চক্রটিকে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: