রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি-ভাঙচুর, গ্রেপ্তার ৫
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা মিশন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চুরি ও মূর্তি ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১৪ জুলাই) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. আলী (৩০) পিতা- রমজান আলী, মো আদর (১৮) পিতা- মো. ইউসুফ, মো. রিয়াদ (১৯) পিতা- মো. নাসের, মো. জুয়েল (১৯) পিতা- মো. রুবেল, বেলাল হোসেন (২০) পিতা- মো. ইউসুফ।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘ঘটনার পর দিনভর অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।’
এর আগে, শনিবার (১৩ জুলাই) মধ্যরাতে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দিরের লোহার গ্রিলের দরজা ভেঙে নগদ টাকাসহ দানবাক্স, সিসিটিভি ক্যামরাসহ পূজার সরঞ্জামাদি নিয়ে যায় চোরের দল। এছাড়া মন্দিরের ভিতরে দুটি ভাঙা প্রতিমা পাওয়া যায়। রবিবার সকালে স্থানীয়রা মন্দিরে পূজা দিতে গেলে এ ঘটনা দেখতে পায়। ঘটনাটি জানাজানি হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং মন্দিরের কিছুটা দূরে ভাঙা দানবাক্স ও পাশে আগুনে পোড়া অবস্থায় হারমোনিয়াম পাওয়া যায়।