রাঙ্গুনিয়া কলেজের নতুন অধ্যক্ষ শেখ মুজিবুর রহমান
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি
![রাঙ্গুনিয়া কলেজের নতুন অধ্যক্ষ শেখ মুজিবুর রহমান রাঙ্গুনিয়া কলেজের নতুন অধ্যক্ষ শেখ মুজিবুর রহমান](https://www.cvoice24.com/media/imgAll/2022September/Rangunia-college-2407160336.jpg)
চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ১৮ তম বিসিএস ক্যাডার কর্মকর্তা শেখ মুজিবুর রহমান। সোমবার (১৫ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন।
এর আগে সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি বাঁশখালী উপজেলার বাসিন্দা।
এদিকে, সোমবার এক সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষকে বরণ করে নিয়েছেন রাঙ্গুনিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ। এ সময় কলেজের শিক্ষকসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।