রাঙ্গুনিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. তৌহিদুল ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রানীরহাট বাজারের কেবিএস কনভেনশন হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৌহিদুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার বগাবিল গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার যুবকের দেহ তল্লাশি করে তার কোমরে লুকোনো একটি এলজি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানান, গ্রেপ্তার আসাামি জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দকৃত অস্ত্র নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।