Cvoice24.com

রাউজানে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন শুরু ৬ মার্চ

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৬, ১ মার্চ ২০২১
রাউজানে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন শুরু ৬ মার্চ

রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রাউজান ম্যারাথন’ কর্মসূচী নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৬ মার্চ এই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হবে।

সোমবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। 

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। 

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান হাইওয়ে থানার ওসি মো. কামরুল প্রমুখ। 

সভায় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, শিক্ষক, উপজেলা আওয়ামী লীগ, যুবলী ও ছাত্রলীলগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপাস্থিত ছিলেন। 

প্রস্তুতি সভায় জানানো হয়, আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য ম্যারাথন কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবে। ম্যারাথন শুরু করা হবে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সর্তারঘাটের হালদা সেতু থেকে। ম্যারাথনের অগ্রভাবে থাকবে লাল-সবুজ রংয়ের শাড়ী পরিহিত এক হাজার নারী ও মুজিববর্ষের লগো সম্বলিত লাল-সবুজ রংয়ের টি-শার্ট পরিহিত এক হাজার পুরুষ। 

লাল-সবুজের সাজে দুই হাজার নারী-পুরুসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ্যে মধ্য দিয়ে ম্যারাথন শেষ হবে। ওইদিন ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার, পানি, খাবার স্যালাইন, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। সহযোগিতা করবে উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

-সিভয়েস/এইচআর

সর্বশেষ

পাঠকপ্রিয়