Cvoice24.com

রাউজানে গরু তাড়ানোর ক্ষোভ ঝাড়লো গরীব কৃষকের বরবটি ক্ষেতে!

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ১০ জুলাই ২০২১
রাউজানে গরু তাড়ানোর ক্ষোভ ঝাড়লো গরীব কৃষকের বরবটি ক্ষেতে!

রাউজানে কৃষকের ৮ শতক জমির নষ্ট করা বরবটি ক্ষেত

রাউজানে ৮ শতক জমিতে কৃষকের করা বরবটি লতা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার ডাবুয়া ইউনিয়নের কলমপতি গ্রামের দরিদ্র কৃষক সেলিম উদ্দীন নামে ওই কৃষকের সঙ্গে এ ঘটনা ঘটেছে। 

শনিবার সকালে গিয়ে তিনি এ ঘটনা দেখতে পান। 

কৃষক সেলিম অভিযোগ করেন, গত কয়েকদিন আগে তার প্রতিবশী এক মহিলার গরু তার রোপণ করা বেশ কয়েকটি চারা গাছ নষ্ট করে ফেলেছিল। এই ঘটনায় তিনি প্রতিবাদ করলে ওই মহিলা তার উপর ক্ষেপে অকথ্য ভাষায় গালাগাল করে দেখে নেয়ার হুমকি দিয়েছিল। সেলিমের ধারণা ওই মহিলাই রাতে তার বরবটি ক্ষেত নষ্ট করেছে। 

কৃষক সেলিম বিচারের দাবিতে বিষয়টি জানিয়েছেন ডাবুয়ার চেয়ারম্যান আবদুল রহমান চৌধুরী ও স্থানীয় মেম্বার ওবাইদুল হক চৌধুরী মাহমুদের কাছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়