Cvoice24.com

রাউজানে স্থানীয়দের ধাওয়ায় ধরা পড়লো মাদক মামলার আসামি

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪২, ২৮ জুলাই ২০২১
রাউজানে স্থানীয়দের ধাওয়ায় ধরা পড়লো মাদক মামলার আসামি

রাউজানে ধাওয়া দিয়ে অবৈধ অস্ত্রসহ আজিম উদ্দিন ওরফে আজম (৪৫) নামে দুটি মাদক মামলার আসামিকে পুলিশে দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় আনে।

গ্রেপ্তার আজম রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রামের নুরুল আলমের ছেলে।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল সিভয়েসকে বলেন, স্থানীয়রা আটক করে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে। 

আসামির গায়ে আঘাতের চিহ্ন কেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় লোকজন আসামিকে ধাওয়া দিলে ঘটনাস্থলে ইটের রাস্তার উপর পড়ে তার ডান হাত, মাথার ডান পাশেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, তার কাছ থেকে একটি দেশিয় তৈরি পুরাতন এলজি, চার রাউন্ড কার্তুজ ও একটি দা উদ্ধার করা হয়। আজিমের বিরুদ্ধে রাউজান থানায় দুটি মাদক মামলা রয়েছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়