Cvoice24.com

রাউজানে বালির নিচে লুকিয়ে মদ পাচার, যুবক গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫২, ১২ জুন ২০২২
রাউজানে বালির নিচে লুকিয়ে মদ পাচার, যুবক গ্রেপ্তার

দেড় টন ছোলাই মদসহ গ্রেপ্তার মইন উদ্দিন

ট্রাকে বালির নিচে লুকিয়ে অভিনব কায়দায় পাচারকালে ১৫০০ লিটার পাহাড়ি ছোলাই মদসহ মো. মইন উদ্দিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। 

রোববার (১২ জুন) ভোরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১৫০০লিটার পাহাড়ি ছোলাই মদ ও ট্রাক ( চট্ট-মেট্রো - ড ১১-১৮০৯) জব্দ করা হয়।  

আটক মইন উদ্দিন রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রামের আলম সেক্রেটারির বাড়ির প্রয়াত মাহাবুবুল আলমের ছেলে। 

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, রাউজান থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকযোগে নিচে মদের বস্তা রেখে উপরে বালি দিয়ে ঢেকে পাচারের সময় ওই যুবককে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ছোলাই মদের আনুমানিক মূল্য সাড়ে চার লক্ষ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আসামিকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়