Cvoice24.com

হালদায় ভেসে এল আরও একটি  মৃত ডলফিন 

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ২০ জুলাই ২০২২
হালদায় ভেসে এল আরও একটি  মৃত ডলফিন 

পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় ভেসে আসা মৃত বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন।

উপমহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আরও একটি মৃত অতি বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন ভেসে উঠেছে। বুধবার (২০ জুলাই) বিকেলে পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। 

স্থানীয় লোকজন জানান, বুধবার মৃত ডলফিনকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পাড়ে তুলেন। পরে সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়। 

এই প্রসঙ্গে হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, আরও একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। এ পর্যন্ত ৩৭টি ডলফিনের মৃত্যু হয়েছে। ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৭.৫ ফুট। ডলফিনটির ঠোঁটের নিচের অংশ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ঠোঁটের দাঁতগুলোও ফেলে দেয়া হয়েছে। তবে কি কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। 

সর্বশেষ

পাঠকপ্রিয়