Cvoice24.com

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৫৩, ২২ আগস্ট ২০২২
রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজানে পুকুরে ডুবে নিহত শিশু মাইমুন।

চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে মাইমুন ইসলাম মজুমদার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের খলিফা পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশু মাইমুন ওই এলাকার শিক্ষক মো. মিজানুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্র মতে, খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু মাইমুন। পরে স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী। 

উল্লেখ্য, গত শুক্রবার একই ইউনিয়ন থেকে আহান চৌধুরী নামে ৫-৬ মাসের এক বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রহস্যজনক মৃত্যু হওয়ায় সেসময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাবা-মা ও খালাকে আটক করেছিল। পরিবারের অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়