Cvoice24.com

রাউজানে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

রাউজান  প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:১৫, ৩১ আগস্ট ২০২২
রাউজানে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে পরিকল্পিতভাবে ব্যবসায় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় সাড়ে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. লোকমানকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের একটি টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩১ আগস্ট) তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশসূত্রে জানা যায়, ২০১৯ সালে ইটভাঙার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি রাখা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অগ্নিসযোগ করেছিল লোকমান। পরে ভুক্তভোগী জাহেদুল আলম হিরু তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকার অর্থদণ্ড এবং আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। 

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, পুলিশ খবর পেয়ে অভিযান পরিচালনা করে সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি লোকমানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। ফারুক হলদিয়া ইউনিয়নের একটি ব্যবসায় প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছিল।  

সর্বশেষ

পাঠকপ্রিয়